We offer high quality medical and nursing care in a boutique setting which is elegant and cosy.
ডাঃ জানিবুল হক কৃতিত্বের সহিত ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনস (বিসিপিএস) থেকে অবস এন্ড গাইনী বিষয়ে উচ্চতর ডিগ্রী এমসিপিএস অর্জন করেন।শিক্ষা জীবনে তিনি নটরডেম কলেজের ছাত্র ছিলেন।
Need emergency?
১। ব্যথা কম হয় – পেট কেটে অপারেশন করলে অপারেশন পরবর্তী সময়ে যে পরিমাণ ব্যথা হয়, ল্যাপারোস্কপির মাধ্যমে অপারেশনে তার তুলনায় অপারেশন পরবর্তী ব্যথা অতি নগন্য।
২। ব্যথা নাশক ঔষধের স্বল্প মাত্রা – ব্যথা কম হয় বলে ব্যথানাশক ঔষধ কম প্রয়োগ করতে হয়।
৩। দ্রুত সুস্থতা – যেহেতু এক্ষেত্রে শুধু মাত্র পেটে ছিদ্র করে অপারেশন করা হয় তাই রোগী দ্রুত সুস্থ হয়ে যায়।
৪। হাসপাতালে অবস্থানের সময়কাল – ব্যথা কম এবং দ্রুত সুস্থতার জন্য রোগীকের খুব কম সময় হাসপাতালে থাকতে হয়। সাধারণ অপারেশনে যেখানে রোগীকে ৫-৭ দিন হাসপাতালে থাকতে হয় সেখানে ল্যাপারোস্কপির মাধ্যমে অপারেশন করালে মাত্র ২-৩ দিন বা অনেক সময় যেদিন অপারেশন হয় রোগী সেদিন ই বাসায় চলে যেতে পারেন। এতে পারিবারের সাথে দ্রুত মিথস্ক্রিয়ার জন্য রোগীরা মানসিকভাবে প্রশান্তি অনুভব করেন।
৫। ছুটিকালীন সময় – চাকুরিজীবিদের জন্য ল্যাপারোস্কোপি খুব ই উপযোগী। সাধারণ অপারেশনে স্বাভাবিক কাজে ফিরতে প্রায় দেড় থেকে দুই মাস সময় লেগে যায়। ল্যাপারোস্কোপির ক্ষেত্রে রোগী সাধারণত ৭ – ১০ দিনের মাঝেই অফিসিয়াল কাজে যোগদান করতে পারেন।
৬। দাগবিহীন অপারেশন – ল্যাপারোস্কপি করা হয় সাধারণত পেটে ৩-৪ টি ছোট ছিদ্র করে কম্পিউটার জেনারেটেড প্রোগ্রাম এর মাধ্যমে। এতে পেটে কোন বর কাঁটাছেড়ার দাগ থাকে না। অনেক সময় রোগী নিজে না বললে কারো বোঝার উপায় থাকে না যে তার জরায়ু বা জরায়ু টিউমারের অপারেশন হয়েছিল।
৭। অপারেশন পরবর্তী সংক্রমন – পেট কাটা হয় না বলে অপারেশন পরবর্তী সংক্রমন ঝুঁকি অনেকটাই কমে যায়।
বাংলাদেশের সবচেয়ে মডার্ন টেকনোলজি ব্যবহার করে কুমিল্লায় আধুনিক পদ্ধতিতে গাইনি সেবা দিচ্ছেন৷৷
গাইনি ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ল্যাপারোস্কোপিক
ডাঃ জানিবুল হক
গর্ভবতী হওয়ার পর একজন মায়ের ঝুঁকি এড়ানোর জন্য এবং স্বাস্থ্য সেবা মূলক পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করুন ডাক্তার জানিবুল হক এর সাথে
অত্যাধুনিক গাইনি ও প্রসূতি সেবা এবং ল্যাপরোস্কপি অপারেশনের মাধ্যমে একটি পরিবারের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদের
সে খুব ভালো মানের ডাক্তার। আমরা তার সেবা নিয়ে আনন্দিত।
Sharmin SamiaThanks very much for an excellent procedure. From start to finish your staff was great. The pre- and post op nurses were excellent
Shahnaj BegumI would like to thank you for your surgical care of my daughter. As you know , she is the joy of my life and the thought that I might lose her was too much for me to handle. Your surgical expertise and timely diagnosis made her well and brought her home to me.
Prof. Nasrin Mahbub***We Promise, no spam!
Pain is the most common complaint among those who have runner’s knee sometimes the pain
ইনসাফ স্পেশালাইজড হসপিটাল লিমিটেড
৩৮, টমছম ব্রীজ, কোটবাড়ি রোড, কুমিল্লা
ফোনঃ ০৮১-৬৭০৫৪
মোবাইলঃ ০১৭৩০-৫৮৯৭৪০, ০১৮৪৭-০৮৯৯৪৬
আপনি খুব ভালো মনের মানুষ, দোয়া করি আল্লাহ তায়ালা আপনাকে সুস্থ রাখুক আমিন!
মোশাররফ হোসাইন